Support

Spread the love

সাহিত্যকর্ম ও চিত্রকর্ম প্রকাশের নিয়ম

সাহিত্যকর্ম

  • লেখার আকার অবশ্যই ৮৫০০ (আট হাজার পাঁচশো) শব্দের মধ্যে থাকতে হবে
  • লেখার শ্রেণী অবশ্যই শ্রাবণতিথি প্রণীত শ্রেণী ও উপশ্রেণীর মধ্যে থাকতে হবে।
  • গবেষণামূলক লেখার জন্য রেফারেন্স দেয়া বাধ্যগত। এছাড়া কোনকিছু দাবি করে লেখা যেকোনো বর্ণনার সাথে রেফারেন্স বা প্রমান দেয়া বাধ্যগত।
  • সাহিত্যকর্মের স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের নিজের।
  • সাহিত্যকর্ম সম্পূর্ণভাবে শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ প্রণীত ও আরোপিত নীতিমালাসমূহের মধ্যে থাকতে হবে। 

চিত্রকর্ম  

  • লেখার আকার অবশ্যই ৮৫০০ (আট হাজার পাঁচশো) শব্দের মধ্যে থাকতে হবে
  • লেখার শ্রেণী অবশ্যই শ্রাবণতিথি প্রণীত শ্রেণী ও উপশ্রেণীর মধ্যে থাকতে হবে।
  • গবেষণামূলক লেখার জন্য রেফারেন্স দেয়া বাধ্যগত। এছাড়া কোনকিছু দাবি করে লেখা যেকোনো বর্ণনার সাথে রেফারেন্স বা প্রমান দেয়া বাধ্যগত।
  • সাহিত্যকর্মের স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের নিজে

সৃষ্টিকর্মের শ্রেণীসমূহ

ছোট . বড় . ভৌতিক. অতিপ্রাকৃত . ভালোবাসার . ওয়েস্টার্ন . ভ্রমণ . পুরাণের .সাফল্যর . ব্যর্থতার . রম্য . রোমাঞ্চ .  গোয়েন্দা . অপরাধ . মনস্তান্ত্রিক

রোমাঞ্চ . গোয়েন্দা . ভৌতিক . অশরীরী . অতিপ্রাকৃত . ভালোবাসার . ওয়েস্টার্ন . ভ্রমণ . রম্য . অপরাধ . মনস্তান্ত্রিক

মধুর . মিষ্টি . অম্লমধুর . তিক্ত . ব্যক্তিগত . ভ্রমণ . চলতিপথের . শিক্ষাজীবনের . কর্মক্ষেত্রের . জীবনের . সাফল্যর . ব্যর্থতার . রম্য . রোমাঞ্চ . দাম্পত্য . অপরাধ . অতিপ্রাকৃত

বৈজ্ঞানিক . ভৌতিক . ভালোবাসার . ফ্যান্টাসি . রম্য . রোমাঞ্চ

মুক্তিযুদ্ধের . বাংলার . বাংলাদেশের . এশিয়ার . ইউরোপের . আফ্রিকার . উত্তর আমেরিকার . দক্ষিণ আমেরিকার . পৃথিবীর . উপমহাদেশের . বিশ্বযুদ্ধের . মিশরীয় . গ্রীক . রোমান . মুঘল . চিনা . জাপানি . কোরীয় . আরব . পালী . মৌর্য . সাংস্কৃতিক . শৈল্পিক . সাহিত্য

প্রেমের . রম্য . সনেট . জীবনের . তারুণ্যর

ডায়াবেটিকস . দাঁতের . কিডনি . লিভার . সর্বজনীন

জলরঙ . তেলরঙ . স্কেচ . ক্যারিক্যাচার . পোট্রেট . পরাবাস্তব

সচরাচর জিজ্ঞাসা
শ্রাবণতিথি কি

শ্রাবণতিথি একটি সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশে অবস্থিত ইন্টারনেট ভিত্তিক বাংলা ভাষায় শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যম।  আরও জানতে এখানে দেখুন।

শ্রাবণতিথি সম্পূর্ণ বিনামূল্যে তার সমস্ত সেবা দিয়ে থাকে।  ব্যবহারকারীর কোন টাকা পয়সা খরচ করতে হবে না।

  • সৃষ্টিকর্ম প্রকাশের জন্য প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এই মুহূর্তে শুধুমাত্র বাংলাদেশী মুঠোফোন নম্বর ব্যবহারকারীরা নিবন্ধন করতে পারবে। যদি নিবন্ধন করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ-ইন করুন।
  • নিবন্ধন শেষে বা লগ-ইন করে মেনু বা হেডার থেকে সাহিত্যকর্মের জন্য “সাহিত্যকর্ম সৃষ্টি” ও চিত্রকর্মের জন্য “চিত্রকর্ম সৃষ্টি” অপশনে চাপ দিতে হবে।
  • তার পরে আপলোড পেইজে নিজের সৃষ্টিকর্মের সাথে সৃষ্টিকর্মের নাম, উৎসর্গসহ বিভিন্ন তথ্য দিয়ে “প্রকাশ করুন” বাটনে চাপ দিলেই প্রকাশ হয়ে যাবে

(নিবন্ধনের জন্য বাংলাদেশী যেকোনো মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের সিম ব্যবহার করা বাধ্যগত। নিবন্ধন করার জন্য বাধ্যগতভাবে নিজের আসল নাম, একটি ছদ্মনাম, মুঠোফোন নম্বর ও ইমেইল অ্যাড্রেস প্রয়োজন হবে।)

  • প্রথমে নিজের বৈধ নাম দিতে হবে
  • তারপরে ইমেইল অ্যাড্রেস দিতে হবে
  • নিজের মুঠোফোন নম্বর দিয়ে OTP যাচাই করতে হবে
  • পাসওয়ার্ড নিশ্চিত করে নিবন্ধন করুন বাটনে চাপ দিন।  এবার আপনাকে আত্ম-পরিচয় পেইজে নিয়ে যাওয়া হবে।
  • আত্ম-পরিচয় পেইজে এবার নিজের পছন্দমত ছদ্মনাম, নিজের বয়স ও লিঙ্গ নির্বাচন করে “সংরক্ষণ করুন” বোতামে চাপ দিলেই নিবন্ধন সম্পূর্ণ।
  • অন্যান্য সমস্ত তথ্য দেয়া আপনার নিজের ইচ্ছা।  সেগুলো আপনি আপনার ইচ্ছামতো যখন খুশি তখন দিতে পারবেন।

প্রথমেই বলা ভাল যে মুঠোফোন ফোন নম্বর ও আসল নাম প্রকাশ করা হয় না।  ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করার জন্য শুধুমাত্র তার ছদ্মনাম ব্যবহার করা হবে। আসল নাম ও মুঠোফোন ফোন নম্বর নম্বরের মতো ব্যাক্তিগত তথ্য নেয়ার একমাত্র কারন সাইবার বুলিং।  শ্রাবণতিথি ওয়েবসাইট বানানোর একমাত্র লক্ষ্য শিল্প ও সাহিত্য চর্চা। তবে কিছু নোংরা মানসিকতার ব্যাক্তিবর্গ ওয়েবসাইটের লেখক, শিল্পী ও ব্যবহারকারীদের হেয় করার চেষ্টা করবে তা আমরা নিশ্চিত।  সমস্যা হচ্ছে যে মানুষ যখন একটা কীবোর্ড ও মনিটরের পেছনে থাকে, তখন তার আসল নাম পরিচয় গোপন থাকে। এই গোপনীয়তাকেই ব্যবহার করে এই সমস্ত ব্যাক্তিরা সাইবার বুলিইং করে থাকে। এই গোপনীয়তার জন্য নিজেদের খুব ক্ষমতাধর মনে করে। তারা মনে করে যে তারা যা ইচ্ছা তাই করবে বা বলবে কিন্তু কেউ কিছু করতে পারবে না কারন কেউ জানে তাদের পরিচয় জানে না। আমরা এই গোপনীয়তাকে ভেঙ্গে দিতে চাই। অন্য ব্যবহারকারীদের কাছে তথ্য গোপন থাকলেও আমাদের কাছে গোপন না। সাইবার বুলিং করা প্রত্যেক ব্যবহারকারীদের আমরা পাকাপাকিভাবে ওয়েবসাইট থেকে ব্লক করে দেব এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেবো। আমরা কোন পশ্চিমা মূলধনবাদ নীতির অনুসরণ করা অর্থের পেছনে ঘুরঘুর করা প্রতিষ্ঠান না, তাই আমাদের অর্থের লোভে অন্যায়ের দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়ার প্রয়োজন নেই।

কোন কারনে আপনি অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে নতুন পাসওয়ার্ড নেয়ার জন্য ইমেইল প্রয়োজন হবে।  আপনার নতুন পাসওয়ার্ড আপনার ইমেইলে পাঠানো হবে।

শ্রাবণতিথির নিজের কোন সম্পাদক নেই। শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ প্রণীত নীতিমালাসমূহ মেনে যে কেউ তার সৃষ্টিকর্ম প্রকাশ করতে পারবে।  শ্রাবণতিথিতে প্রকাশিত যে কোন সৃষ্টিকর্মের মান যাচাইয়ের শতভাগ দায়িত্ব পাঠকদের উপর দেয়া হচ্ছে।  পাঠক সৃষ্টিকর্ম যাচাই করে লেখক/শিল্পীদেরকে তার মত জানাবে। এখান থেকেই লেখক/শিল্পীরা তার সৃষ্টিকর্ম সম্বন্ধে ভালমন্দ ধারণা পাবে।  মত প্রকাশের জন্য মন্তব্য ও শ্রাবণতিথির মাধ্যমে লিখিত বার্তা আদানপ্রদানের ব্যবস্থা আছে। এছাড়া লেখক/শিল্পীদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাঠকরা কথা বলতে পারবেন। উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া সম্পূর্ণ ভাবে লেখক/শিল্পীদের উপর নির্ভরশীল।

শ্রাবণতিথিতে প্রকাশিত সমস্ত সৃষ্টিকর্মের স্বত্ব সেই সৃষ্টিকর্মের স্রষ্টার।  সেই স্রষ্টা চাইলে তার সৃষ্টিকর্ম নিয়ে যা ইচ্ছা করতে পারবে।  সৃষ্টিকর্মের স্রষ্টা চাইলে শ্রাবণতিথিতে প্রকাশিত তার যেকোনো সৃষ্টিকর্ম মুছে ফেলতে পারবে বা অন্য কোন প্রকাশনাতে প্রকাশ করতে পারবে।

যে কোন বয়সীরা শ্রাবণতিথির সমস্ত সেবা ব্যবহার করতে পারবে।  তবে সৃষ্টিকর্ম প্রকাশে আমরা শিশুসুলভ প্রকাশনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

নিবন্ধন বা সাইন ইন না করে একজন ব্যবহারকারী সমস্ত সৃষ্টিকর্ম পড়তে বা দেখতে পারবে।  তবে কোন সৃষ্টিকর্ম প্রকাশ করার জন্য নিবন্ধন করা বাধ্যতামূলক। এছাড়া মন্তব্য, বুকমার্ক ও অন্য ব্যবহারকারীদের সাথে লিখিত বার্তা আদানপ্রদান করার জন্য নিবন্ধন করতে হবে।

এটার একমাত্র কারন ব্যবহারকারীর আসল পরিচয় নিশ্চিত করা।  বাংলাদেশে মুঠোফোন সেবাদানকারী সমস্ত প্রতিষ্ঠানের জন্য ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র যাচাই করা বাধ্যতামূলক। ব্যবহারকারীর আসল পরিচয় অন্য ব্যবহারকারীদের কাছ থেকে গোপন থাকলেও শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ কর্তৃপক্ষ তা দেখতে পারে।  ব্যবহারকারীর আসল পরিচয় জানার একমাত্র উদ্দেশ্য সাইবার বুলিং প্রতিহত করা (যা আগের “মুঠোফোন ফোন নম্বর ও আসল নাম কেন প্রয়োজন হবে” সেকশনে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে)।

গল্প

ছোট

বড়

ভৌতিক

অতিপ্রাকৃত

ভালোবাসার

ওয়েস্টার্ন

মনস্তান্ত্রিক

 

সাফল্যর

ব্যর্থতার

রম্য

রোমাঞ্চ

গোয়েন্দা

অপরাধ

আপনার প্রশ্নটি যদি এখানে না থাকে, সেক্ষেত্রে ওয়েবসাইট অ্যাডমিনকে সরাসরি প্রশ্ন করুন।

      • মেনু থেকে “লিখিত বার্তা” অপশনে যান।
      • সেখানে সার্চে Admin লিখলেই Admin অ্যাকাউন্ট দেখা যাবে।
      • সেখানে আপনার জিজ্ঞাসা লিখে পাঠান।  প্রশ্ন করলে দয়া করে উত্তর দেবার জন্য চব্বিশ ঘণ্টা সময় দিন।  লক্ষ্য করুন যে লিখিত বার্তা ব্যবহার করার জন্য নিবন্ধন করা আবশ্যক।

আপনার নিবন্ধন করার সুযোগ না থাকলে contact@srabontithi.com অ্যাড্রেসে ইমেইল করুন।  ইমেইল করলে ইমেইল সাবজেক্ট ও টাইটেলে দয়া করে “ব্যবহারকারীর প্রশ্ন” লিখতে ভুলবেন না।

    শ্রাবণতিথি একটি ইন্টারনেট ভিত্তিক শিল্পচর্চার মাধ্যম। তার অর্থ দাড়ায় এখানে জমা করা সকল সাহিত্যকর্ম বা চিত্রকর্ম হতে হবে ডিজিটাল। এই যুগে ডিজিটাল মাধ্যমে শিল্পচর্চা কঠিন কিছু না। সুবিধার জন্য নিচে আমরা কিছু ফ্রী সফটওয়্যারের নাম দেয়া হচ্ছে। এখানে বর্ণিত প্রত্যেকটি সফটওয়্যার ফ্রীতে ডাউনলোড ও ব্যবহার করা যায়। মাইক্রোসফট বা অ্যাডোবের বিক্রি করা সফটওয়্যারের পাইরেটেড ভার্সন ব্যবহার করলে কম্পিউটারের ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা আছে কারন অনেক ক্ষেত্রে হ্যাকাররা পাইরেটেড ভার্সনে ভাইরাস দিয়ে রাখে। নিজের নিরাপত্তার জন্য পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করাই উত্তম।
images

যারা কোন ওয়ার্ডপ্রসেসর ছাড়া বাংলা লিখতে আগ্রহী, তাদের জন্য আদর্শ হচ্ছে অভ্র বাংলা কীবোর্ড। শুধু মাত্র notepad ও অভ্র বাংলা কীবোর্ড ব্যবহার করেই আস্ত একটি বাংলা উপন্যাস লিখে ফেলা যায়। সত্যি কথা বলতে শ্রাবণতিথির প্রত্যেকটি বাংলা শব্দ এই অভ্র ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা কীবোর্ড বাংলাদেশের মেধাবী এক তরুনের কম্পিউটারে বাংলা লেখার স্বপ্নের ফসল। বাংলাদেশি পণ্য ব্যবহার করে বাংলাদেশকে সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিন।

cara-mudah-install-libre-office-di-linux20200622062225

যারা কোন ওয়ার্ডপ্রসেসর ছাড়া বাংলা লিখতে আগ্রহী, তাদের জন্য আদর্শ হচ্ছে অভ্র বাংলা কীবোর্ড। শুধু মাত্র notepad ও অভ্র বাংলা কীবোর্ড ব্যবহার করেই আস্ত একটি বাংলা উপন্যাস লিখে ফেলা যায়। সত্যি কথা বলতে শ্রাবণতিথির প্রত্যেকটি বাংলা শব্দ এই অভ্র ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা কীবোর্ড বাংলাদেশের মেধাবী এক তরুনের কম্পিউটারে বাংলা লেখার স্বপ্নের ফসল। বাংলাদেশি পণ্য ব্যবহার করে বাংলাদেশকে সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিন।

inkscape

চিত্রশিল্পীদের জন্য illustrator হিসেবে সবচেয়ে ভাল হচ্ছে Inkscape। অ্যাডোব Adobe Illustrator বিপরীতে ফ্রী এই সফটওয়্যারটি বানানো হয়েছে। শ্রাবণতিথি ওয়েবসাইট পুরোটাই Inkscape ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে Windows 10, 4GB RAM ল্যাপটপ বা কম্পিউটারের জন্য Inkscape 0.92.5 ভার্সন সর্বোত্তম। তবে মসৃণ অভিজ্ঞতার জন্য Inkscape 1.3 ভার্সন Windows 10, 8GB RAM ল্যাপটপ বা কম্পিউটারের জন্য চমৎকার।

gimp_original_wordmark_logo_icon_146514

ফটোশপ সফটওয়্যারের জন্য ব্যবহার করতে পারেন GIMP। অ্যাডোব ফটোশপের বিপরীতে ফ্রীতে ফটোশপ সুবিধা ব্যবহারের জন্য এই সফটওয়্যার বানানো হয়েছে।

সাহিত্যকর্ম

  1. লেখার আকার অবশ্যই ৮৫০০ (আট হাজার পাঁচশো) শব্দের মধ্যে থাকতে হবে
  2. লেখার শ্রেণী অবশ্যই শ্রাবণতিথি প্রণীত শ্রেণী ও উপশ্রেণীর মধ্যে থাকতে হবে।
  3. গবেষণামূলক লেখার জন্য রেফারেন্স দেয়া বাধ্যগত। এছাড়া কোনকিছু দাবি করে লেখা যেকোনো বর্ণনার সাথে রেফারেন্স বা প্রমান দেয়া বাধ্যগত।
  4. সাহিত্যকর্মের স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের নিজের

চিত্রকর্ম

  1. চিত্রকর্মের ক্যানভাসের আকার ১০০০ বাই ১০০০ দেয়া আছে। চিত্রকর্মের গুনগত মাণ
  2. চিত্রকর্মের ফাইলের আকার ২০০ কিলোবাইটের অধিক হতে পারবে না।
  3. চিত্রকর্মের ফাইলের ধরন WebP হতে হবে।
  4. শিল্পী চাইলে চিত্রকর্মের ওপর জলছাপ দিতে পারবে তবে চিত্রকর্মের গুনগত মাণ খারাপ হয়ে গেলে তা শিল্পীর জন্যই হয়তো ক্ষতিকর।
  5. স্ক্যান করা ছবি দেয়া যাবে তবে স্ক্যানের গুনগত মাণ খারাপ হলে তা শ্রাবণতিথি সরিয়ে ফেলবে
  6. স্ক্যান করে কোন সাহিত্যকর্ম দেয়া যাবে না
🛠️ Change