অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান/সাইন-আপ করে বা লগ-ইন /সাইন-ইন করে আপনি বুজাচ্ছেন যে আপনি শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ কর্তৃক প্রণীত ও আরোপিত সকল শর্তাবলী পড়েছেন ও বুজেছেন এবং আপনি স্বেচ্ছায় ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ কর্তৃক প্রণীত ও আরোপিত সকল শর্তাবলী মেনে নিচ্ছেন ও শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞের সাথে আইনগতভাবে বাধ্য একটি চুক্তিতে আবদ্ধ হচ্ছেন।