Policies

Spread the love

নীতিমালাসমূহ

শ্রাবণতিথিতে যেকোনো প্রকাশনার জন্য কিছু বাধ্যগত নিয়ম ও নীতিমালা মানা জরুরি।  হাজার হোক আমরা সভ্য সমাজে বসবাস করি।  সমাজের আরও দশজনের সাথে কথা বলার সময় সভ্যতা ভব্যতা বজায় রেখেই তা করতে হয়।  সামাজিক আচারব্যবহার, নিয়মনীতি ও আনুষ্ঠিকতা অপ্রিয় হলেও বাধ্য হয়ে মানতে হয়।  তাছাড়া অগণিত ভাল ফলের মাঝে কিছু দাগযুক্ত ফল থাকাটাই স্বাভাবিক।  সবকিছু বিবেচনা করে এইসব নীতিমালা প্রণয়ন করা হয়েছে।  সভ্য জগতের সমাজে বাস করা যে কারো জন্য এই সমস্ত নীতিমালা তাদের দৈনন্দিন জীবনেরই অংশ।  এখানে কুড়িটি নীতিমালা নিয়ে শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞের নীতিমালাসমূহের সারাংশ তুলে ধরা হয়েছে।

১. সমস্ত সাহিত্যকর্ম শুদ্ধ বাংলায় লিখতে হবে। সাহিত্যকর্মের প্রয়োজনের স্বার্থে ইংরেজি বা বিদেশী ভাষা ব্যবহার করা গেলেও সম্পূর্ণ সাহিত্যকর্ম কোনোভাবেই ইংরেজি বা কোন বিদেশী ভাষায় লেখা যাবে না।  তাছাড়া বিকৃতভাবে বাংলা লেখা যাবে না।  যেমন যুক্ত অক্ষর “কিন্তু” শব্দটিকে “কিনত” লেখাকে আমরা বাংলার বিকৃতি হিসেবে ধরা নেবো। বাংলা ভাষার অপমান করা সেই সাহিত্যকর্ম মুছে ফেলা হবে।

২. কোন বিশিষ্ট ব্যাক্তির নাম বা ছবি ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট করা নিষিদ্ধ।  ভুয়া অ্যাকাউন্ট আমরা নিজ দায়িত্বে মুছে ফেলব।  এছাড়া নিজের নাম, ছদ্মনাম, উৎসর্গ, প্রোফাইল ছবি বা সৃষ্টিকর্মের নামে কোন ধরনের নোংরামির চিহ্ন থাকলে বা কোন রাজনৈতিক বা ধর্মীয় দল / মতাদর্শের নিদর্শন থাকলে সেই প্রোফাইল মুছে ফেলা হবে। সীমা লঙ্ঘন করলে ভুয়া অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।

৩. যেকোনো ধরনের মিথ্যাচার ও মিথ্যা এবং ভুয়া তথ্য প্রচার, গুজব রটানো, উদ্দেশ্যমূলক কারনে যে কোন প্রমাণিত ইতিহাসের অপপ্রচার/অপব্যাখা বা বিকৃত প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ।  এছাড়া যেকোনো উদ্দেশ্যমুলক কারনে বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণিত বিজ্ঞানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার বা প্রমাণিত ইতিহাস বা প্রমাণিত বিজ্ঞানের অপব্যাখা করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

৪. সকল ধর্মের ধর্মীয় প্রচারণা ও/বা ধর্মভিত্তিক বিষয়বস্তু ও/বা ধর্মভিত্তিক জঙ্গি/উগ্রবাদী সংগঠনের পক্ষে প্রচারণা বা সমর্থন করা যাবে না।  এছাড়া বাংলাদেশের ভেতরের বা বিদেশের কোনো রাজনৈতিক মতাদর্শ পক্ষে বা বিপক্ষে কোন প্রচারণা করা যাবে না।

৫. সব ধরনের হিংসাত্মক, সাম্প্রদায়িক, বর্ণবাদী, বিষয়বস্তুর পক্ষে প্রচারণা নিষিদ্ধ। এছাড়া সব ধরনের অতিজাতীয়তাবাদী, উগ্র ডানপন্থি বা উগ্র বামপন্থি মতবাদের পক্ষে প্রচারণা ও সমর্থন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৬. যেকোনো অসামাজিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন ও ইচ্ছাকৃতভাবে পর্ণগ্রাফিক বিষয়বস্তুর উত্থাপন ও প্রচারণা নিষিদ্ধ। তাছাড়া ক্ষতিকর নেশাদ্রব্য, নেশাজাত পানীয় বা আত্মহত্যায় প্ররোচনা করে বা যেকোনো ধরনের স্ব-ক্ষতিতে প্রলুদ্ধ করে এমন সমস্ত বিষয়ের প্রতি সমর্থন করা সব ধরনের সৃষ্টিকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৭. অন্য ব্যাক্তির সৃষ্টিকর্ম (সে ব্যাক্তি বিখ্যাত না অখ্যাত তা অমূলক) সেই ব্যাক্তির লিখিত অনুমতি ব্যাতিত নিজের নামে প্রকাশ করা দিনে দুপুরে সমুদ্র চুরির সমান বিধায় স্বত্ব লঙ্ঘন বা অনুমতি ছাড়া অন্য কারো সৃষ্টি নিজের নামে শ্রাবণতিথিতে প্রকাশ করা যাবে না।  যদি এরকম কোন অভিযোগ আমরা পাই (প্রমান সমেত), সেক্ষেত্রে সেই সৃষ্টিকর্ম আমরা নিজ দায়িত্বে মুছে ফেলব।  একইভাবে শ্রাবণতিথিতে প্রকাশ হওয়া কোন সৃষ্টিকর্ম অন্য কোথাও স্রস্টার অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।  এছাড়া প্রত্যেক লেখক/শিল্পীর সৃষ্টি তার নিজেরই প্রকাশ করতে হবে, তার নাম দিয়ে অন্য কেউ প্রকাশ করতে পারবে না।

৮. শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞ জাতীয়তাবাদী নীতির অনুসারী বিধায় বাংলাদেশ, তার সংস্কৃতি ও তার ইতিহাস নিয়ে আমরা গর্ববোধ করি।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধ নিয়ে যেকোনো অপপ্রচার ও মিথ্যাচার করা সমস্ত সৃষ্টিকর্ম মুছে ফেলা হবে।  তাছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের শহীদেরকে অপমান বা তাদের বিরুদ্ধে অপপ্রচার করা হলে সেই সৃষ্টিকর্ম মুছে ফেলা ছাড়াও সেই ব্যবহারকারীর অ্যাকাউন্ট মুছে ফেলা হবে।

৯. বঙ্গবন্ধু ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ডকে সমর্থন ও তার পক্ষে প্রচারণা, সর্বোপরি জাতির জনক, ভাষা শহীদ, সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও জাতীয় নেতাদের অপমান বা তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হলে সেই সৃষ্টিকর্ম ও সৃষ্টিকর্তার অ্যাকাউন্ট দুটোই মুছে ফেলা হবে।  এছাড়া শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞের সমস্ত সেবা/পরিষেবার প্রাপ্তি থেকেও নিষিদ্ধ করা হবে।

১০. বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বা ঘৃণা ও অসন্তোষ সৃষ্টির চেষ্টা, সর্বোপরি সমাজ বা রাষ্ট্রের ক্ষতি হয় এমন বিষয়বস্তুর প্রচারণা বা বাংলাদেশে আইন লঙ্ঘন করে এমন কোন বিষয়বস্তুর উথাপন ও প্রচারণা করে বানানো সৃষ্টিকর্ম আমরা নিজ দায়িত্বে মুছে ফেলব।  এছাড়া ইচ্ছাকৃতভাবে কোন ব্যাক্তি, জাতি/ উপজাতি, গোষ্ঠী, গোত্র বা রাষ্ট্রের মানহানির চেষ্টা করা হলে সেই সৃষ্টিকর্ম মুছে ফেলা হবে।

১১. যেকোনো আদর্শ, নীতি বা মতবাদের পক্ষে উগ্রবাদী ও আক্রমণাত্মক সমর্থন বর্জনীয়। এছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠানের বা পণ্যর পক্ষে প্রচারণা বা বিজ্ঞাপন করে কোন সৃষ্টিকর্ম প্রকাশ করাও নিষিদ্ধ।

১২. আমাদের দৈনন্দিন জীবনে কোনোভাবেই শুধুভাবে পুরুষ বা নারীদের দ্বারা চালানো সম্ভব না।  পৃথিবীতে পুরুষ ও নারী দুইয়েরই প্রয়োজন রয়েছে।  অতীতে নারীরা পুরুষ কর্তৃক দমন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়েছে। তবে আধুনিক সমাজে পুরুষ ও নারীকে তার যোগ্যতা অনুযায়ী সম্মান দেয়ার রেওয়াজ চলমান।  দুর্ভাগ্যবশত, পশ্চিমা বিশ্বে নারীবাদী ও পুরুষবাদীর নাম দিয়ে বিষাক্ত কিছু মতবাদের প্রশার ঘটানো হচ্ছে।  নারীবাদীর ব্যানারে এক সময় অধিকার আদায়ের মাধ্যম এখন পুরুষের প্রতি নিপীড়নের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যা পুরুষবাদী মতবাদকে বিষাক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে।  শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞের যোগ্যতার ভিত্তিতে যাচাইয়ে বিশ্বাসী।  শুধুমাত্র জন্মগত লিঙ্গের কারনে আমরা কাউকে আলাদা চোখে দেখি না বিধায় নারীবাদী ও পুরুষবাদী মতবাদ এখানে নিষিদ্ধ।

১৩. প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু সমেত সৃষ্টিকর্ম দেয়া যাবে তবে তার পরিবেশনা হতে হবে রুচিশীল।  প্রাপ্তবয়স্ক বিষয়বস্তুর ক্ষেত্রে ভাষা ও ইঙ্গিত সমূহ ইত্যাদি বিষয়বস্তু ঠিক ততটাই দেয়া যাবে যতটা সভ্য রুচিশীল সমাজ অনুমোদন করছে। এছাড়া এটা মাথায় রাখতে হবে যে এই ওয়েবসাইটের সমস্ত সৃষ্টিকর্ম অপ্রাপ্তবয়স্করাও দেখতে পারছে।

১৪. প্রত্যেক ব্যবহারকারীর অন্য ব্যবহারকারীর সাথে সভ্যতা ভব্যতার সীমা বজায় রাখা বাধ্যতামূলক।  লেখক ও  শিল্পীদের সাথে সর্বোপরি কোন ব্যবহারকারীদের সাথে কোন আজেবাজে ব্যবহার বা তাদের কোন গালমন্দ করা যাবে না।  সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক।  শ্রাবণতিথি ওয়েবসাইটে মতবিরোধ যা হবে তা ওয়েবসাইটেই সীমাবদ্ধ রাখতে হবে। দয়া করে সেটিকে ব্যাক্তিগত জীবনে টেনে নেবেন না।

১৫. শ্রাবণতিথি যতটা সম্ভভ, সৃষ্টিশীলতার স্বাধীনতা দিচ্ছে। একজন লেখক বা শিল্পীর সৃষ্টি বা সৃষ্টির বিষয়বস্তু আপনার পছন্দ না হতেই পারে।  সেক্ষেত্রে আপনি তা অপছন্দ করতে পারেন কিন্তু কোনভাবে লেখক বা শিল্পীকে ব্যক্তিগতভাবে বাধা দিতে পারেন না।  এছাড়া লেখক বা শিল্পীকে তার সৃষ্টির বিষয়বস্তু ওপর ভিত্তি করে কোনভাবে ব্যক্তিগতভাবে লজ্জা দেয়া বা ছোট করা যাবে না বা তাকে কোন ধরনের হুমকিধামকি দেয়া যাবে না।

১৬. সভ্যতা ভব্যতার সীমা বজায় রেখে সমালোচনা করা যাবে তবে সমালোচনা হতে হবে গঠনমূলক।  আমরা আশা করবো যে শুধুমাত্র নিন্দা ও সমালোচনা না করে ভুলত্রুটি ধরিয়ে দেবেন।  ভদ্রভাবে ভুল ধরিয়ে দেয়াটা সকলের জন্যই মঙ্গলজনক।  নবীনরা তাতে কিছুটা হলেও শিখতে পারবে।

১৭. প্রত্যেকের মনে রাখতে হবে যে যার যার পছন্দ অপছন্দ তার তার নিজের ব্যাক্তিগত ব্যাপার।  একজনের পছন্দ অপছন্দ অন্য কারোর ওপর চাপানো যাবে না।  এছাড়া অন্যান্যরা আপনার পছন্দ অপছন্দ মেনে কাজ করবে এটা ভাবারও কোন কারন নেই।  তাই অনুগ্রহ করে নিজের ব্যাক্তিগত পছন্দ অপছন্দ নিজের কাছেই রাখুন।

১৮. অন্যকে ছোটো করে দেখা বা নিজেকে সবার থেকে উত্তম মনে করা জীবনের প্রত্যেক ক্ষেত্রেই অনুচিত ও সম্ভাবত ক্ষতিকর।  দয়া করে তা করবেন না।  এছাড়া আমাদের সমাজে অনেকেরই মেয়েদের ছোটো করে দেখার একটা প্রবণতা থাকে।  মেয়েদের কোন ভাবে ছোটো করে দেখার আগে বেগম রোকেয়া বা সুফিয়া কামালদের নাম মনে করাটা আপনাকে সাহায্য করতে পারে।

১৯. লেখক বা শিল্পীদের যোগাযোগের রাস্তা আমরা খোলা রেখেছি তবে লেখক বা শিল্পীদের কোনভাবে ব্যাক্তিগতভাবে হয়রানি করা যাবে না।  মেয়েদের (লেখিকা/শিল্পী ও/বা ভক্ত) ক্ষেত্রে এটি অতিমাত্রায় প্রযোজ্য।

২০. প্রবাদ আছে “নানা মুনির নানা মত”।  মানুষের ভেতরে মতের পার্থক্য থাকাটাই স্বাভাবিক।  শ্রাবণতিথি ওয়েবসাইটে মতবিরোধ যা হবে তা ওয়েবসাইটেই সীমাবদ্ধ রাখতে হবে। দয়া করে সেটিকে ব্যাক্তিগত জীবনে টেনে নেবেন না।  জীবনটা ছোট, অনুগ্রহ করে হিংসা বিদ্বেষের কারনে এই ছোট জীবনটা নষ্ট করবেন না।

এখানে কুড়িটি নীতিমালা নিয়ে শ্রাবণতিথি সৃষ্টিযজ্ঞের নীতিমালাসমূহের সারাংশ তুলে ধরা হয়েছে।  সমস্ত নীতিমালা দেখার জন্য এখানে দেখুন।

বাঙালীর অন্যায়কে প্রশ্রয় দেয়ার বিষয়ে খ্যাতি আছে।  দয়া করে কেউ কোন অন্যায়কে প্রশ্রয় দেবেন না।  আপত্তিকর ও অরুচিশীল যে কোন বিষয়ের জন্য অভিযোগ করুন।


সাইবার বুলিং রুখে দিন 

সাইবার বুলিং একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে।  দয়া করে সাইবার বুলিং হতে বিরত থাকুন।  অনেকেই ডিজিটাল মনিটরের পেছনে হতে অনেক অপমানজনক ও নোংরা ব্যবহার করতে পারে যা তারা কখনো সামনে থেকে করার সাহস করে না।  কোন অ্যাকাউন্ট হতে সাইবার বুলিং করা হলে সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া ছাড়াও অ্যাকাউন্ট মালিকের আসল নাম ও মোবাইল নম্বর ওয়েবসাইট ও ফেসবুকে প্রকাশ করা হবে।  এছাড়া অবস্থা বুঝে আইনি ব্যবস্থা নেয়াও হতে পারে।

🛠️ Change