
প্রায় দশ মিনিট ধরে হাঁটছে রাহাত। কোন রিকশা বা ভ্যানগাড়ি রাস্তায় নেই। প্রচণ্ড বিরক্ত সে, কার ওপর বিরক্ত সে নিজেই জানে না। ব্যাগ হাতে নিয়ে সে সামনে এগোতে থাকে। হঠাৎ সে ব্যাপারটা লক্ষ্য করে। নিজের জুতার শব্দ ছাড়াও কোথা থেকে টুংটুং শব্দ ভেসে আসছে। সে দাঁড়িয়ে পরে। এদিক ওদিক তাকায়, অস্বাভাবিক কোন কিছু চোখে পরে না। আবার সে সামনে হাঁটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই রাহাত খেয়াল করে যে শব্দটা নূপুরের শব্দের মতন। সে যখনই সামনে হাঁটছে তখনই পেছন থেকে শব্দ আসছে।