শ্রাবণতিথি কোনধরনের হিংসাত্মক, সাম্প্রদায়িক, বর্ণবাদী বা আগ্রাসী মনোভাব সমর্থন করে না। যেকোনো অগ্রহণযোগ্য বিষয়বস্তু বা লেখক / শিল্পীদের বিরুদ্ধে অভিযোগ আমরা স্বাগত জানাই। তবে এটা মাথায় রাখতে হবে যে সবার কখনোই এক রকম হবে না। একজন মানুষের পছন্দ/অপছন্দ তার ব্যক্তিত্ব, মনোভাব, রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থানসহ আরও বেশ কিছু ওপর নির্ভর করে। অসহিষ্ণুতা আমরা কখনোই সমর্থন বা সহ্য করি না। আমরা আশা করবো অভিযোগ করার আগে কিছু সময় চিন্তা করে অভিযোগ করার। হিংসাত্মক বা ক্ষতি করার কারনে যদি মিথ্যা অভিযোগ করা হয়, সেক্ষেত্রে আমরা মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য থাকব।