সাহিত্যকর্ম বা চিত্রকর্ম প্রকাশের নিয়ম
সাহিত্যকর্ম
- লেখার আকার অবশ্যই ৮৫০০ (আট হাজার পাঁচশো) শব্দের মধ্যে থাকতে হবে
- লেখার শ্রেণী অবশ্যই শ্রাবণতিথি প্রণীত শ্রেণী ও উপশ্রেণীর মধ্যে থাকতে হবে।
- গবেষণামূলক লেখার জন্য রেফারেন্স দেয়া বাধ্যগত। এছাড়া কোনকিছু দাবি করে লেখা যেকোনো বর্ণনার সাথে রেফারেন্স বা প্রমান দেয়া বাধ্যগত।
- সাহিত্যকর্মের স্বত্ব সম্পূর্ণভাবে লেখকের নিজের
চিত্রকর্ম
- চিত্রকর্মের ক্যানভাসের আকার ১০০০ বাই ১০০০ দেয়া আছে। চিত্রকর্মের গুনগত মাণ
- চিত্রকর্মের ফাইলের আকার ২০০ কিলোবাইটের অধিক হতে পারবে না।
- চিত্রকর্মের ফাইলের ধরন WebP হতে হবে।
- শিল্পী চাইলে চিত্রকর্মের ওপর জলছাপ দিতে পারবে তবে চিত্রকর্মের গুনগত মাণ খারাপ হয়ে গেলে তা শিল্পীর জন্যই হয়তো ক্ষতিকর।
- স্ক্যান করা ছবি দেয়া যাবে তবে স্ক্যানের গুনগত মাণ খারাপ হলে তা শ্রাবণতিথি সরিয়ে ফেলবে
- স্ক্যান করে কোন সাহিত্যকর্ম দেয়া যাবে না
- শ্রাবণতিথি একটি ইন্টারনেট ভিত্তিক শিল্পচর্চার মাধ্যম। তার অর্থ দাড়ায় এখানে জমা করা সকল সাহিত্যকর্ম বা চিত্রকর্ম হতে হবে ডিজিটাল। এই যুগে ডিজিটাল মাধ্যমে শিল্পচর্চা কঠিন কিছু না। সুবিধার জন্য নিচে আমরা কিছু ফ্রী সফটওয়্যারের নাম দেয়া হচ্ছে। এখানে বর্ণিত প্রত্যেকটি সফটওয়্যার ফ্রীতে ডাউনলোড ও ব্যবহার করা যায়। মাইক্রোসফট বা অ্যাডোবের বিক্রি করা সফটওয়্যারের পাইরেটেড ভার্সন ব্যবহার করলে কম্পিউটারের ভাইরাস আক্রান্ত হবার সম্ভাবনা আছে কারন অনেক ক্ষেত্রে হ্যাকাররা পাইরেটেড ভার্সনে ভাইরাস দিয়ে রাখে। নিজের নিরাপত্তার জন্য পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করাই উত্তম।
লেখকের জন্য তার লেখার ফাইনাল কপি জমা করাটা সবচেয়ে সহজ হবে।
যারা কোন ওয়ার্ডপ্রসেসর ছাড়া বাংলা লিখতে আগ্রহী, তাদের জন্য আদর্শ হচ্ছে অভ্র বাংলা কীবোর্ড। শুধু মাত্র notepad ও অভ্র বাংলা কীবোর্ড ব্যবহার করেই আস্ত একটি বাংলা উপন্যাস লিখে ফেলা যায়। সত্যি কথা বলতে শ্রাবণতিথির প্রত্যেকটি বাংলা শব্দ এই অভ্র ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা কীবোর্ড বাংলাদেশের মেধাবী এক তরুনের কম্পিউটারে বাংলা লেখার স্বপ্নের ফসল। বাংলাদেশি পণ্য ব্যবহার করে বাংলাদেশকে সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিন।
যারা কোন ওয়ার্ডপ্রসেসর ছাড়া বাংলা লিখতে আগ্রহী, তাদের জন্য আদর্শ হচ্ছে অভ্র বাংলা কীবোর্ড। শুধু মাত্র notepad ও অভ্র বাংলা কীবোর্ড ব্যবহার করেই আস্ত একটি বাংলা উপন্যাস লিখে ফেলা যায়। সত্যি কথা বলতে শ্রাবণতিথির প্রত্যেকটি বাংলা শব্দ এই অভ্র ব্যবহার করে লেখা হয়েছে। অভ্র বাংলা কীবোর্ড বাংলাদেশের মেধাবী এক তরুনের কম্পিউটারে বাংলা লেখার স্বপ্নের ফসল। বাংলাদেশি পণ্য ব্যবহার করে বাংলাদেশকে সামনে এগিয়ে যাবার সুযোগ করে দিন।
চিত্রশিল্পীদের জন্য illustrator হিসেবে সবচেয়ে ভাল হচ্ছে Inkscape। অ্যাডোব Adobe Illustrator বিপরীতে ফ্রী এই সফটওয়্যারটি বানানো হয়েছে। শ্রাবণতিথি ওয়েবসাইট পুরোটাই Inkscape ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে Windows 10, 4GB RAM ল্যাপটপ বা কম্পিউটারের জন্য Inkscape 0.92.5 ভার্সন সর্বোত্তম। তবে মসৃণ অভিজ্ঞতার জন্য Inkscape 1.3 ভার্সন Windows 10, 8GB RAM ল্যাপটপ বা কম্পিউটারের জন্য চমৎকার।
ফটোশপ সফটওয়্যারের জন্য ব্যবহার করতে পারেন GIMP। অ্যাডোব ফটোশপের বিপরীতে ফ্রীতে ফটোশপ সুবিধা ব্যবহারের জন্য এই সফটওয়্যার বানানো হয়েছে।